দু'টি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে আসতে চলেছে 'লক চ্যাট' ফিচার।

ইউজা়রদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরেই এই ফিচার চালু করা হবে।

এই ফিচারে ইউজা়ররা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন।

হোয়াটসঅ্যাপ নতুন একটি 'টেক্সট এডিটিং' ফিচারও আনতে চলেছে।

অ্যান্ড্রয়েড এবং iOS- দুই প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য হবে এই ফিচার।

এই ফিচারে ছবি থেকে ভিডিয়ো সব এডিট করতে পারবেন ইউজা়ররা।