নির্দিষ্ট ইউজারের চ্যাটবক্সের বাইরেও তাঁর পাঠানো ভয়েস মেসেজ আপনি শুনতে পারবেন।

ভয়েস মেসেজ রেকর্ডিং করার সময় ইউজার পছন্দমতো সময়ে তা থামিয়ে পজ করে পুনরায় চালু করতে পারবেন।

ভয়েস মেসেজ কাউকে পাঠানোর আগে নিজে শুনে নিতে পারবেন ইউজাররা।

কোনও ভয়েস মেসেজ শোনার সময় যদি আপনি সেটা মাঝপথে বন্ধ করে অর্থাৎ পজ করেন, তাহলে যেখানে থামিয়েছিলেন সেখান থেকেই আবার শোনা শুরু করতে পারবেন।

ভয়েস মেসেজ শোনার ক্ষেত্রে ইউজার তার স্পিড বাড়াতে পারবেন।