মাল্টি ডিভাইস সাপোর্টের পর নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের নাম কমিউনিটি। 

বর্তমানে ডেভেলপিং পর্যায়ে রয়েছে হোয়াটসঅ্যাপের এই কমিউনিটি ফিচার। এরপর টেস্টিং এবং তারপর বিটা ভার্সানে রোল আউট হবে।

প্রাথমিক ভাবে হোয়াটসঅ্যাপের কমিউনিটি ফিচার নজরে আসে XDA Developers- এর। এরপর হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- ও এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।

অনুমান, কমিউনিটি ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের ক্ষমতা বাড়বে। তাঁরা আরও বেশি সংখ্যক ইউজারকে হয়তো গ্রুপে জয়েন করাতে পারবেন।

বলা হচ্ছে মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিধি বাড়ানোর জন্যই এই কমিউনিটি ফিচার নিয়ে কাজ শুরু করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।