ব্রহ্মকোমল ফুটলে উজ্জ্বল হয় ভাগ্য! বাস্তু টিপস জানুন
হিন্দুমতে, এই ফুলের রয়েছে কিছু অলৌকিক ক্ষমতা। অত্যন্ত বিরল প্রজাতির এই ফুল বাড়ির কাছাকাছি কখনও দেখা যায় না।
কেদারনাথ, বদ্রিনাথ, তুঙ্গনাথের মত পবিত্র তীর্থস্থানগুলিতে এই অসাধারণ ফুলগুলি দেখতে পাওয়া যায়।
শিবের উপাসনায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই ব্রহ্ম কমল এই ফুল। ভগবান শিবকে নিবেদন করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়।
হিন্দু সংস্কৃতি অনুসারে ব্রহ্ম কমল ফুলটির নামকরণ করা হয়েছে ভগবান ব্রহ্মার নাম অনুসারে। এই ফুলের মধ্যেই বসবাস করেন ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু।
ব্রহ্ম কমলকে কেউ যদি স্বচক্ষে কুঁড়ি থেকে ফুল হতে দেখেন, তবে তাঁর জীবনে সুখ সমৃদ্ধির কখনও অভাব হয় না।
বাস্তুশাস্ত্র অনুসারে, বহ্ম কমল যেকোনও ব্যক্তির জীবনে সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি করে।
যদি কোনও বাড়িতে ব্রহ্ম কমল গাছ থাকে তবে সেই বাড়িতে অশুভ শক্তির আনাগোনা হয় না। এই গাছ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশকে শুদ্ধ করে।
বাস্তুমতে, ব্রহ্ম কমল নিজের বাড়িতে রাখা অত্যন্ত শুভ। কিন্তু সেই ফুল ক্রয় বিক্রয় করা একেবারেই উচিত নয়। এমনকি উপহারও দেওয়া যায় না ব্রহ্ম কমল।
বহ্ম কমল অর্থাত্ ব্রহ্মার হাতে থাকা পদ্ম। এই গাছের বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না।