'নীলের ঘরে দিয়ে বাতি, জল খাওগো পুত্রবতী।' বাংলার গ্রামে গ্রামে এই লোককথা রয়েছে।
সন্তানের মঙ্গলকামনার জন্যই নীল ষষ্ঠীর উপবাস করে থাকেন বাংলার মহিলারা।
সন্তানের সুখ, সৌভাগ্য ও দীর্ঘ জীবনের কামনা এই ব্রত পালন করা হয়।
সারাদিন উপোস রেখে সন্ধেয় মহাদেবের পুজো করে, তাঁর প্রসাদ খেয়ে তবে উপবাস ভঙ্গ করেন মায়েরা।
নীলের পুজো করে সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা করেন মায়েরা।
এই বছর আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নীল ষষ্ঠী।
সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধের পর শিবলিঙ্গে জল ঢেলে, মহাদেবের পুজো করা হয়।
ফুল-বেল পাতা দিয়ে শুরু হয় নীল পুজো। একই সঙ্গে চলে বালা গান।