বসার পর উঠলেই মাথা ঘোরে! এখনই সাবধান না হলে চরম বিপদে পড়তে পারেন আপনি।

দীর্ঘক্ষণ মাথা নিচু কর বসলে বা শোওয়া অবস্থা থেকে উঠলেই মাথা ঘুরতে শুরু করে। তবে কয়েক সেকেন্ড পরই ঠিক হয়ে যায়।

এই সমস্যাকে অনেকেই গুরুত্ব দেন না। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা উপেক্ষা করলে ঘটতে পারে বিপদ।

এমন সমস্যার সঙ্গে নার্ভ বা স্নায়ুর সম্পর্ক আছে। নার্ভের সমস্যাকে অবহেলা করা উচিত নয়। ভবিষ্যতে বড় বিপদ হতে পারে।

চিকিত্‍সকদের মতে, ব্লাড প্রেশারের কারণে এই ঘটনা ঘটে। রক্তচাপ কম থাকলে অনেকসময় মাথা চক্কর খায়।

অনেকেরই ভার্টিগো-র মতো সমস্যা থাকে। এটিও একপ্রকার স্নায়ুর সমস্যা।

বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা রয়েছে তাঁদের ভবিষ্যতে ডিমেনশিয়া হতে পারে।