ভিটামিন সি হল ত্বকের জন্য অপরিহার্য পুষ্টি। বেড়েছে ভিটামিন সি সিরামের ব্যবহারও।

বরং, রূপচর্চার দুনিয়ায় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে ভিটামিন সি সিরাম।

কিন্তু দিনের কোন সময়ে ভিটামিন সি সিরাম ব্যবহার করা উচিত, তা কি জানেন?

সকাল হোক বা রাত, দিনের যে কোনও সময় আপনি ভিটামিন সি সিরাম মাখতে পারেন।

ভিটামিন সি সিরাম ব্যবহারের আগে অবশ্যই ভাল করে মুখ ধুয়ে নেবেন।

ক্লিনজিং, টোনিংয়ের পর ভিটামিন সি সিরাম মাখতে পারেন।

সকালে সানস্ক্রিন ব্যবহারের আগে মুখে ভিটামিন সি সিরাম মাখুন।

রাতে নাইট ক্রিম ব্যবহারের আগে ভিটামিন সি সিরাম মেখে নিন।

দিনে দু'বেলা ভিটামিন সি সিরাম ব্যবহার করলে বাড়বে ত্বকের জেল্লা।