৮৫ বছরের বেশি গড় আয়ু-সহ জাপান নিজেকে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী দেশের তালিকায় প্রথম স্থানে বসিয়েছে।

হং কং -এ বেশিরভাগ মহিলারা বেশিদিন ধরে জীবিত থাকেন।

নিকোয়ান হল দীর্ঘায়ুদের আদর্শ জায়গা। ৯০ বছরের বেশি বয়স্কদের ভিড় বেশি।

৮৩ বছরের বেশিদিন বাঁচেন আইসল্যান্ডের বাসিন্দারা।

গ্রিসের ইকারিয়া দেশের বেশিরভাগ বাসিন্দা ৯০ বছর পর্যন্ত সুস্থ থাকেন।

সিঙ্গাপুরও বিশ্বের অন্যতম দীর্ঘায়ুদের স্থান। এখানকার বাসিন্দার প্রায় ৮৫ বছর পর্যন্ত বেঁচে থাকেন।