আমেরিকার হার্সে হিল বলে এক জায়গা রয়েছে, যেখানে হার্সে চকোলেট নামে একটি ব্র্যান্ড রয়েছে।

বিশ্বের সবচেয়ে মিষ্টি ও চকোলেটের দেশ বলেও পরিচিত ওই সুন্দর স্থান।

বিশ্বের সবচেয়ে বেশি চকোলেট উত্‍পাদন কোথায় হয় জানেন?

সুইত্‍জারল্যান্ডে অসাধারণ স্বাদের লিন্ড অ্যান্ড স্প্রানগিল চকোলেট বিখ্যাত।

এছাড়া নেসলের বিরাট কারখানা রয়েছে, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি চকোলেট ব্র্যান্ড।

হট চকোলেট খেতে পছন্দ করেন! মেক্সিকোর মায়ান স্টাইলে খেতে পারেন।

ঘন চকোলেট, বুদবুদ করে ফেনা উপরে গাঢ় হয়ে উপচে পড়ছে এমন মাগের সঙ্গে দেওয়া হয় কাঁচা লঙ্কা!