সব ত্বকের জন্য যেমন এক রকম ক্রিম ভাল নয় তেমনই চুলের জন্যও সব শ্যাম্পু ভাল নয়

চুল বুঝে শ্যাম্পুর ব্যবহার করতে হবে

যদি ড্রাই হেয়ার হয় ময়েশ্চারাইজিং শ্যাম্পু দরকার। এটাতে চুল নরম হয় এবং প্রাণ ফিরে আসে

অয়েলি চুল হলে আবার কন্ডিশনার দেওয়া শ্যাম্পুর প্রয়োজন নেই

পরিবর্তে কেটোকোনাজল জিঙ্ক বা পাইরিথিওন দেওয়া শ্যাম্পু ব্যবহার করুন

যদি চুলে রং করান তাহলে আগে যে শ্যাম্পু ব্যবহার করতেন তা চলবে না

সাঁলো এক্সপার্টের সঙ্গে কথা বলে শ্যাম্পু কিনুন, নইলে চুল বেশি রুক্ষ্ম হয়ে যাবে

খুশকি শুধুমাত্র স্ক্যাল্পের সমস্যার জন্য় হয় না, চুলে অতিরিক্ত তেল থাকলে সেখান থেকেও হয়

তাই শ্যাম্পু করার আগে লেবু ভিনিগার মিশিয়ে ৩০ মিনিট রাখুন এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এতেই ভাল কাজ হবে