বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শেষ হওয়ার পথে

ভারত ও অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে

ভারতের মাটিতে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে পরপর দু'টো টেস্টে হেরেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া

রোহিত শর্মার ভারত অজিদের বিরুদ্ধে পরপর দু'টো টেস্টে জেতার ফলে WTC-ফাইনালের দৌড়ে একধাপ এগিয়ে গিয়েছে

রোহিত শর্মার ভারত টেস্টে সেরা দলের মধ্যে পড়লেও, টিম ইন্ডিয়ার ডিআরএস রেকর্ড সেই অর্থে নজরকাড়া নয়

জিম্বাবোয়ের ডিআরএস রেকর্ড সবচেয়ে খারাপ। তাদের DRS সিদ্ধান্তের সাফল্যের শতকরা হার ২০

সবচেয়ে খারাপ ডিআরএস রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা।  তাদের DRS সিদ্ধান্তের সাফল্যের শতকরা হার ২০.৭ 

WTC পয়েন্ট টেবলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া রয়েছে সবচেয়ে খারাপ ডিআরএস রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে। অজিদের DRS সিদ্ধান্তের সাফল্যের শতকরা হার ২২.৭

সবচেয়ে খারাপ ডিআরএস রেকর্ডের তালিকায় চার নম্বরে রয়েছে ভারত। টিম ইন্ডিয়ার DRS সিদ্ধান্তের সাফল্যের শতকরা হার ২৮.৪