জীবনে কখনও সফল হতে পারেন না কারা?

credit: istock

TV9 Bangla

26th June 2024

জীবনে সাফল্য হওয়ার পথে বাধা তো আসবেই, কিন্তু সঠিক পথে চললে সব বাধাই ছোট হয়ে যায়।

চাণক্য নীতিতে বলা হয়েছে, এক জন মানুষের সাফল্য ও ব্যর্থতা শুধুমাত্র থাকে তারই হাতে। 

উন্নতির শিখরে আসতে যদি কিছু অভ্যেস থেকে দূরে সরে গিয়ে রুটিন মেনে চলা হয়. তাহলে সাফল্য তার দোড়গোড়াতেই আসবে।

চাণক্যের মতে, মানুষের সবচেয়ে বড় শত্রু হল অলসতা। একজন অলস ব্যক্তি জীবনে কখনও সাফল্য অর্জন করতে পারেন না।

আচার্য চাণক্যের মতে, লোভী ব্যক্তি কখনও কখনও লোভের কারণে জটিল সমস্যায় পড়ে থাকেন।

 চাণক্যের মতে, যে ব্যক্তি নিজ কাজের প্রতি সৎ নন তিনি জীবনে সফলতা পায় না।

 চাণক্যের মতে, যে ব্যক্তি অন্যের সম্পর্কে বাজে বা খারাপ কথা বলেন, তিনি নিজের জীবনে সবসময় পিছিয়ে থাকেন। 

আচার্য চাণক্য হলেন একজন মহান কৌশলবিদ ও অর্থনীতিবিদ। তাঁর নীতিতে উল্লেখ রয়েছে. একজন ব্যক্তি তার জীবনেই ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।