পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবী দুর্গার পুজো করার আদর্শ সময়।
রাবণকে বধ করার জন্য মহিষমর্দিনীর আশীর্বাদ পাওয়ার জন্য অকালে আবাহন করেছিলেন রামচন্দ্র।
মুঘল আমল থেকেই বাংলাদেশের জমিদার বাড়িগুলিতে দুর্গাপুজোর চল ছিল।
১৫০০ শতকের প্রথম দিকে মালদার জমিদার প্রথম দুর্গাপুজোর সূচনা করেছিলেন।
এই বনেদী বাড়ির দেবীর বাহন সাদা বাঘ এবং সবুজ সিংহ। অন্যদিকে দেবীর চোখ গোলাকার।
আবার শোনা যায়, বাংলার দুর্গাপুজোর সূচনা হয়েছিল তাহেরপুরের রাজা কংসনারায়ণ কিংবা নদীয়ার ভবানন্দ মজুমদার হাত ধরে।
কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ।