টলিপাড়ার সবচেয়ে দামী অভিনেতা কে?
টলিপাড়ায় জিৎ-এর নামই সবার আগে উঠে আসে
একটি ছবি করতে তিনি নাকি নিচ্ছেন ১ কোটি টাকা
২০১৭-তে ভাইরাল হয়েছিল এই খবর
২০১৭ পর্যন্ত এই পরিমাণ পারিশ্রমিক কেউ নেননি
তাই জিৎ-ই প্রথম এই তালিকায় নাম লেখানে
যদিও বর্তমানে সেই পরিসংখ্যান কেউ টপকেছে কী না, তা এখনও অজানা