সম্প্রতি সিংহল ভাষায় 'মানিকে মাগে হিঠে' গানটি ভাইরাল। গেয়েছেন শ্রীলঙ্কার কন্যা ইয়োহানি দিলোকা দে সিলভা। কে ইয়োহানি?
১৯৯৩ সালে জন্ম। একই সঙ্গে গায়িকা, গীতিকার, সঙ্গীত প্রযোজক ও ব্যবসায়ী।
ইউটিউবার হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয়। ব়্যাপ গান 'দেবীয়াঙ্গে বারে' হিট করে। 'ব়্যাপ রাজকন্যা' বলে ডাকা হয় তাঁকে।
আর্মি পরিবারের মেয়ে। বাবা ছিলেন প্রাক্তন আর্মি অফিসার। মা ছিলেন বিমান সেবিকা।
মিউজিকে আসার আগে লজিস্টিক ম্যানেডমেন্টে মন ছিল তাঁর। বিজ্ঞানের এই ছাত্রীর সুর এখন সকলের মুখে মুখে।