ফেসবুকে অনেকেই নজর রাখেন অন্যের প্রোফাইলে, কিন্তু কোনও নোটিফিকেশন পাওয়া যায় না।

তবে আপনার সন্দেহ হলে জানতে পারবেন, কে আপনার প্রোফাইল খুলে বারবার দেখছে।

তবে এই কাজ মোবাইল থেকে হবে না, দরকার পড়বে ল্যাপটপ বা ডেস্কটপের।

ব্রাউজারে গিয়ে ফেসবুক প্রোফাইলে ঢুকে রাইট ক্লিক করে সেখানে থাকা View Page Source-এ ক্লিক করুন।

আপনাকে CTRL+F- বাটন প্রেসের মাধ্যমে BUDDY_ID সার্চ করতে হবে।

আপনি 15টি সংখ্যা পাবেন, সেটি কপি করে https://www.facebook.com/ এর সামনে বসাতে হবে।

এরপরই দেখতে পাবেন কে আপনার প্রোফাইলে বারবার ঢুঁ মারছে।