শাহরুখ মানেই কিং অব রোম্যান্স
তাঁর মিষ্টি হাসিতে আজও ঘায়েল শতশত তরুণী
গৌরী খানের সঙ্গে তাঁর বহুদিনের বৈবাহিক জীবন
প্রশ্ন হল, কে ছিলেন শাহরুখের প্রথম প্রেমিকা?
এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি নিজেই
জানিয়েছিলেন, একজনকেই প্রথম থেকে ভালবেসেছেন তিনি
আজও তাঁকে ভালবাসেন একইভাবে, তিনি আর কেউ নন, তাঁর স্ত্রী গৌরী খান