কে ছিলেন স্বস্তিকার স্বামী? খুব ছোট বয়সে বিয়ে হয় স্বস্তিকা মুখোপাধ্যায়েরতখন তাঁর বয়স মাত্র ১৮ বছরস্বামীর নাম প্রমিত সেনপ্রমিত যুক্ত ছিলেন গানবাজনার সঙ্গেতাঁর বাবা সাগর সেন ছিলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীযদিও সেই বিয়ে সুখের হয়নিকিছু বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের