এ শীতে হঠাত করে হুপিং কাশির প্রবণতা বেড়ে গিয়েছে। তাতেই নাজেহাল বুড়ো থেকে বাচ্চা।

হঠাত করে জ্বর, খুসখুসে কাশি। ভাইরাল ফ্লু হিসেবে অনেকেই ভুল ভাবছেন। অবহেলা করলেই বিপদ কিন্তু।

জ্বর কমলেও খুসখুস কাশি যেন ছাড়ছেই না। হুপিং কাশির তীব্রতা এত বেশি যে রোগী কাশতে কাশতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছে।

রোগের প্রাথমিক লক্ষণ হল, ঠান্ডা লেগে জ্বর, সর্দি আর হালকা কাশি। তারপর ধীরে ধীরে কাশির তীব্রতা বাড়তে থাকে।

কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্তও এই কাশি স্থায়ী থাকতে পারে। টানা কাশতে কাশতে বমির প্রবণতা দেখা যায়।

চিকিত্‍সকদের মতে, সঠিক সময়ে চিকিত্‍সা না করালে গুরুতর আকার ধারণ করতে পারে। হতে পারে মৃত্যুও।