বেশিরভাগ এসির রঙই সাদা হয়।
কিন্তু এর কারণ কী জানেন?
আসলে সাদা রং হিট রিফ্লেক্ট করে।
এসির ইনডোর ইউনিট বিভিন্ন রঙের হলেও, আউটডোর ইউনিট সাদা হয়।
ফলে এসির ভিতরের কম্প্রেসার সহজে গরম হয় না।
এতে এসির আউটডোর ইউনিট দীর্ঘদিন ভাল থাকে।
বিদ্যুতের বিলও বেশি আসে না।