অনেকেই মনে করেন, কম্পিউটার রিফ্রেশ করলে দ্রুত কাজ হয়।

ফলে হোম স্ক্রিনে রিফ্রেশ অপশনে বারবার ক্লিক করতে থাকেন।

এতে আদতেই কোনও কাজ হয় না।

আপনি যখন রিফ্রেশ করেন তখন সর্বশেষ তথ্য সহ ফোল্ডার দেখায়।

কারণ কম্পিউটারের হোম স্ক্রিন নিজেই একটি ফোল্ডার।

হোম স্ক্রিনে থাকা ফোল্ডারগুলি অ্যালফাবেটিক অর্ডারে রিনেম করুন।

ফোল্ডারে কিছু বদল করার পর সেটি না দেখালে রিফ্রেশ করুন।