বিয়ের আগে ত্বকের যত্ন নিতে ঘি ব্যবহার করতে পারেন।

আয়ুর্বেদ শাস্ত্রে রূপচর্চার অবিচ্ছেদ্য অঙ্গ ঘি। ত্বকের যত্নে এই উপাদানের জুড়ি মেলা ভার।

শুষ্ক ত্বকের পরিচর্যায় অল্প পরিমাণে ঘি নিয়ে হাত পা, কনুই ও হাঁটুতে লাগিয়ে মালিশ করুন।

এই উপায়ে আপনি পা ফাটা, খড়ি পড়ার সমস্যা দূর করতে পারেন।

ফাটা ঠোঁটের যত্নে অল্প ঘি নিয়ে ঠোঁটে লাগিয়ে বৃত্তাকার গতিতে মালিশ করুন।

কাঁচা দুধের সঙ্গে বেসন ও ঘি মিশিয়ে নিন। এটা মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এতেও ত্বকের আর্দ্রভাব বজায় থাকবে।

পাশাপাশি এটি বলিরেখা রুখে দেয়। ঘি মুখে বার্ধক্যের ছাপ ফেলতে দেয় না।