যদি স্কিইং করা পছন্দ না করেন তাহলে বসন্তে ঘুরে আসুন গুলমার্গ থেকে
এই সময় বরফ গলতে শুরু করে আর আবহাওয়ায় মনোরম থাকে।
বসন্তে পীর পাঞ্জলের এক অন্য দৃশ্য ধরা পড়ে গুলমার্গ থেকে
ফুলের বাগানগুলো ভরে ওঠে রঙ-বেরঙের টিউলিপে
এই সময় ভিড়ও কম থাকে উপত্যকায়।