লক্ষ্মীপুজো মানেই বাংলার ঘরে ঘরে আলপনা ও খিচুরির ভোগ।

এখনকার মত সাদা মার্বেলের মেঝে নয়, লাল মেঝের উপরই দেওয়া হত চালের গুঁড়ো করা ধবধবে সাদা আলপনা।

প্রাচীন রীতি মেনেই ঘরের সব দরজা ও প্রবেশদ্বারে আলপনা দেওয়া হয়।

খেয়াল করে দেখবেন অন্য পুজোর থেকে কোজাগরী লক্ষ্মী পুজোয় ব্যবহার করা আলপনার ধরন অন্যরকম।

লক্ষ্মীর পায়ের ছাপ, ধানের শীষ, কড়ি, কুঁড়েঘরের মত প্রতীক ব্যবহার করা হয় আলপনায়।

পুজোর আচার মতে মনে করা হয়, এই আলপনার পথ বেয়েই দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন।