বিশ্বাস করা হয়, দেবী শিশুদের মঙ্গলকামনার জন্য সবসময় বিরাজমান।
শিশু বড় হওয়ার সঙ্গে ষষ্ঠীর আশীর্বাদ থাকে। তাদের রক্ষা করাই মূল লক্ষ্য।
সন্তানহীন দম্পতিরা সন্তানলাভের আশায় দেবী ষষ্ঠী ও কার্তিককে পুজো করে থাকেন।
রূপে ও গুণে সুপুরুষ হলেন কার্তিক। সব দেবতাদের মধ্যে সুদর্শন হলেন কার্তিক।
কার্তিকের মতন সন্তান পেতে এদিন কার্তিক পুজো করা হয়। বিশ্বাস যে সন্তান কামনার জন্য় দম্পতিরা কার্তিক পুজো করেন।
এছাড়া ধনলাভ, আর্থিক উন্নতির জন্য কার্তিক পুজো করা হয়।