শুধু শীতকাল বলেই নয়, হৃদরোগ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, স্থূলতা, ফুসফুসের সমস্যা ইত্যাদির মতো কারণ থেকেও হতে পারে।

মানুষের মত খকখক করে কাশি কুকুরদের হয় না। কাশির অন্যান্য উপসর্গগুলি চিনবেন কীভাবে?

শরীরের কোন লক্ষণগুলি দেখলে অবশ্যই পশু চিকিত্‍সকের কাছে যাবেন?

২ দিনের বেশি দিন ধরে কাশি হলে দ্রুত পশু চিকিত্‍সকের কাছে নিয়ে যান।

২-৩দিন ধরে খাওয়ার প্রতি অরুচি হলে বুঝবেন শরীর খারাপ। অত্যধিক অলসতা বা ক্লান্তি দেখলেও চিকিত্‍সকের কাছে নিয়ে যান।

যদি পোষ্যের জ্বর হয়, তাহলে নাক বা কান স্পর্শ করবেন না, তাপমাত্রা পেতে একটি থার্মোমিটার ব্যবহার করুন।

পোষ্যের ইতিমধ্যেই শ্বাসকষ্ট হয় বা ওজন বেশি হয়েছে কিনা লক্ষ্য রাখুন।