ক্রিসমাস ট্রি-র উপরে তারা কেন লাগানো হয়?

বড়দিনে ক্রিসমাস ট্রি মাস্ট।

আলো, তারা, ঝলমলে কাগজ, বল, ঘণ্টা দিয়ে সুন্দর করে সাজানো হয়।

এই গাছের একেবারে সবার মাথায় থাকে একটি তারা। একে স্বর্গদূতও বলা হয়।

বেথেলহেমে যিশুখ্রিষ্টের জন্মগ্রহণের চিহ্ন হিসেবে এই স্বর্গদূত হিসেবে ব্যবহার করা হয়।

ইংল্যান্ডে উনিশশতক থেকে এই ক্রিসমাস ট্রি-র প্রথা চালু করা হয়।

সারা বিশ্বেই এখন বড়দিন উপলক্ষে এই দেবদারু গাছ সাজানোর রীতি শুরু হয়েছে।