শীতে অনেকেই সানস্ক্রিন এড়িয়ে চলেন। এই ভুল করবেন না।
গরমকালের মতো শীতকালেও সমান জরুরি সানস্ক্রিন মাখা।
সূর্যের তাপের থেকে ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন অপরিহার্য।
শীতে ওজন স্তরের ঘনত্ব কমে যায়। যার ফলে অতিবেগুনি রশ্মির প্রভাব যায় বেড়ে। তাই আপনাকে সানস্ক্রিন মাখতেই হবে।
সূর্যের রশ্মি ত্বকের বার্ধক্য ডেকে আনে। তাই সানস্ক্রিন মাখা জরুরি।
পাশাপাশি সানস্ক্রিন ত্বককে ক্যানসারের হাত থেকে সুরক্ষিত রাখে।
এছাড়া সানস্ক্রিন শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।