এই সময় বরফ গলতে শুরু করে। আকাশ পরিষ্কার থাকে।

আবহাওয়ায় থাকে মনোরম। না বেশি ঠান্ডা না গরম!

হিমাচলের গ্রাম থেকে শহর সব সেজে ওঠে রঙ-বেরঙের ফুলের মেলায়

হিমাচলের উপত্যকাগুলো ভরে ওঠে সবুজ কচি ঘাসে

মার্চ থেকে মে মাস পর্যন্ত এই রূপ দেখতে পাবেন হিমাচলের