গরম পড়তেই AC কেনার পরিকল্পনা করছেন অনেকেই।
তবে একটা বিষয় জানা খুবই প্রয়োজন, কত টনের AC আপনার ঘরের জন্য আদর্শ?
অধিকাংশ মানুষের ভুল ধারণা, AC-র টন ওজন বিষয়ক কোনও একক বা মাপকাঠি।
এই টন হল একটি একক, যা আমাদের ঘরের আয়তনের উপর কুলিং ক্যাপাসিটি পরিমাপ করে।
টনের গণনা প্রতি ঘণ্টা হিসেবে ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে হয়, যা BTU/hr হিসাবে দেখানো হয়।
AC-র জন্য রেঞ্জ 5000 BTU থেকে 24000 BTU পর্যন্ত হয়, 12000 BTU হল 1 টনের সমতুল্য।
BTU/hr-এর মান যত বেশি হবে, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রও তত শক্তিশালী হবে।