গরমে গলা ভেজাতে ভার্জিন মোহিতোর জুড়ি নেই

অনেকেই তাই রেস্তোরাঁয় গিয়ে অর্ডার করে বসেন এই পানীয়

 তবে ভার্জিন মোহিতো কেন ভার্জিন জানেন?

ভার্জিন শব্দটি মকটেলের সঙ্গে যুক্ত হওয়ার এক ইতিহাস রয়েছে

যে সব পানীয়ে অ্যালকোহল জাতীয় কিছু যোগ করা হয় না সেটাই ভার্জিন

এই জাতীয় পানীয়ে এর পরিবর্তে ব্যবহার করা হয় জিঞ্জার বিয়ার, জিঞ্জার বিয়ারের মতো ফ্লেভার

এগুলিকে ভার্জিন কোয়েনচার্সও বলা হয়

তবে শুধু মোহিতোর আগেই ভার্জিন নাম যুক্ত হয় এমনটা নয়