এক পশলা বৃষ্টি হলেও গরম কমার নাম নেই। এই অবস্থায় রোজ খান আখের রস।

সূর্যের তেজ থেকে রক্ষা পেতে, শরীর হাইড্রেটেড রাখতে পান করুন আখের রস।

আখের রসে প্রাকৃতিক শর্করা রয়েছে। গরমে শরীরকে এনার্জি জোগাতে সাহায্য করে।

আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়ামের মতো মিনারেলে ভরপুর আখের রস।

আখের রস পান করলে গরমে কোষ্ঠকাঠিন্য ও হজমজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন।

এমনকী লিভার থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দিতে কার্যকর আখের রস।

ভিটামিন ই, সি-এর মতো পুষ্টিতে সমৃদ্ধ আখের রস ত্বক উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

ফাইবারে পরিপূর্ণ হওয়ায় ওজন কমাতে সাহায্য করে আখের রস।

গরমের রোগের ঝুঁকি কমাতে রোজ পান করুন এই আখের রস। বাড়বে ইমিউনিটি।