খাওয়া-দাওয়ার পর এক চিমটে জোয়ান খাওয়ার অভ্যাস অনেকের।
হজমের সাহায্য করে জোয়ান। কিন্তু জোয়ান জলে কী কাজ, জানেন?
জোয়ানের জলও হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
পেট ব্যথা, গ্যাস, বমি বমি ভাব, অম্বলের মতো সমস্যা দূর করে।
রোগা হওয়ার জন্যও আপনি জোয়ানের জল পান করতে পারেন।
ঋতুস্রাবের সময় তলপেট ব্যথা প্রশমিত করে জোয়ানের জল।
এমনকী বাতের ব্যথা থেকে রেহাই পেতেও সাহায্য করে জোয়ানের জল।