আলু কেটে আলুর খোসা আর ফেলবেন না। বরং খোসা সমেত আলু রান্না করুন।

আলুর খোসারও কিছু পুষ্টিগুণ রয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে আলুর খোসা।

আলুর খোসায় অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ক্যানসারের ঝুঁকি কমায়।

ক্যালসিয়ামে ভরপুর আলুর খোসা।

আলুর খোসা হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে।

কোলেস্টেরলের ভুগলে খোসা সমেত আলু খেতে পারেন।