অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘থ্যাঙ্ক গড’-এর মুক্তি পাওয়ার কথা ২৫ অক্টোবর।
তবে ছবি মুক্তির উপর স্থগিতাদেশের আবেদন করে রাজস্থানের কায়স্থ সমাজ।
তাঁদের অভিযোগ ছবিতে চিত্রগুপ্ত যিনি তাঁদের দেবতা, তাঁর অবমাননা করা হয়েছে।
ছবিতে অজয় অভিনয় করছেন চিত্রগুপ্তের ভূমিকায়।
এই অভিযোগের ভিত্তিতে জরুরি শুনানির আবেদন করা হয় সুপ্রীম কোর্টে।
তবে সেই আবেদনে সাড়া দেয়নি সুপ্রীম কোর্ট। শুনানির তারিখ দেওয়া হয়েছে ১ নভেম্বর।
ফলে অজয়-সিদ্ধার্থ-এর ছবি ‘থ্যাঙ্ক গড’ মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।