২৪ বছর আগে 'দিল সে' তৈরি করেছিলেন মণিরত্নম
সেটাই ছিল দক্ষিণ ভারতীয় পরিচালকের প্রথম হিন্দি ছবি
সম্প্রতি মুক্তি পাবে মণিরত্নমের ছবি 'পন্নিইন সেলভান'... ছবিতে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন..
শাহরুখের সঙ্গে পরবর্তী কোন ছবিটি তৈরি করবেন মণিরত্নম?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন মণি...
তিনি জানিয়েছেন, এরজন্য চিত্রনাট্য তৈরি করে তিনি শাহরুখের কাছে যেতে চান
'দিল সে' শাহরুখের কেরিয়ারের কাল্ট ছবি। যে ছবিতে প্রেমের সবক'টি স্তরকে ফুটিয়ে তোলা হয়েছিল...