নাগা চৈতন্য হিন্দি ছবিতে করতে চলেছেন ডেবিউ।

বাবা নাগার্জুন নিজের কেরিয়ারে অনেক ছবি করেছেন হিন্দিতে। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে তিনি অভিনয় করছেন।

২০০৯ সালে দক্ষিণী ছবিতে কাজ শুরু করলেও বলিউডে আসতে নাগার লেগে গেল ১২ বছর।

 'লাল সিং চাড্ডা' ছবিতে তাঁকে দেখা যাবে আমির খানের বন্ধু হিসেবে।

প্রথম ছবির মুক্তির আগেই নাগাকে দেখা গেল সঞ্জয় লীলা ভনশালীর সঙ্গে মিটিং করতে।

যদিও নাগার মতে তিনি শুধুই দেখা করতে গিয়েছিলেন. কিন্তু বলিউডে খবর সঞ্জয়ের ছবিতে দেখা যেতে পারে তাঁকে।

সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর এখন পুরোপুরি কাজে মন দিয়েছেন তিনি। সামান্থাও বলিউডে নিজের জায়গা পাকা করতে ব্যস্ত।