ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখবে আবার জিভে জল আসবে হুড়হুড় করে।
শীতকালে গাজরের হালুয়া যেমন সুস্বাদু তেমনি উপাদেয়ও বটে।
সকালের জলখাবারে হালকা কিছু চাই? কাশ্মীরের বিখ্যাত এই হরিস্সা চেখে দেখুন একবার।
পঞ্জাবিদের রান্নাঘরে মকাইয়ের রুটি ও সরষে শাক না খেলে জীবনটাই বৃথা।
পুরনো দিল্লির মহার্ঘ্য খাবার! পূর্ণিমার রাতে দুধ দিয়ে তৈরি এই খাবার মুখে দিলেই মিলিয়ে যায় নিমেষের মধ্যে।
শীতকালে সুপারহিট মিষ্টি কলকাতার নলেন গুড়ের রসগোল্লা।