শীতকালে বেশিরভাগই চুলের সমস্যায় ভোগেন

এই সময় আমাদের স্ক্যাল্প শুকনো হয়ে যায়। খুশকির সমস্যা লেগেই থাকে

আর তাই চুলের জন্য বিশেষ এই ঘরোয়া টোটকা শেয়ার করলেন পুষ্টিবিদ রুজুতা দিওয়েকর

২০ টা জবা ফুল, নিম পাতা, কারিপাতা, মেথি, পেঁয়াজ, অ্যালোভেরা, জুঁই ফুল আর নারকেল তেল- এই হল উপকরণ

মেথি ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার সব কিছু ভাল করে থেঁতো করে নিয়ে ফুটিয়ে নিন। এবার ছেঁকে ঠান্ডা করে শিশিতে ভরে ফেলুন

এই রেসিপি রুজুতা তাঁর মায়ের থেকে সংগ্রহ করেছেন। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করুন