দেশে অনলাইন গেম খেলার প্রবণতা বেড়েছে।
দেশের অর্ধেকেরও বেশি গেমার ছোট শহরগুলির বাসিন্দা।
এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক রিপোর্টে।
গত বছর 56 শতাংশ গেমার দেশের ছোট শহর থেকে উঠে এসেছিল।
তবে ভারতীয় অনলাইন গেমারদের 40 শতাংশই মহিলা।
পুরুষেরা প্রতি সপ্তাহে গড়ে 10.2 ঘণ্টা গেম খেলছেন।
মহিলারা সেখানে প্রতি সপ্তাহে 11.2 ঘণ্টা গেম খেলছেন।
বেশিরভাগ ভারতীয় গেমারদের বয়স 18-30 বছরের মধ্যে।