বুধবার গরুদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রতিশ্রুতি দিলে যোগী আদিত্যনাথ
বিজেপি আবার সরকারে এলে গরুদের নিরাপত্তায় পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন তিনি
গরুদের রক্ষার্থে 'গোশালা' নির্মাণ হবে বলেই জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী
আহমেদাবাদ বিস্ফোরণ মামলা নিয়ে সপা-কে নিশানা করেন যোগী
বিস্ফোরণের সঙ্গে অখিলেশের ঘনিষ্ঠ সহযোগী জড়িত বলেই অভিযোগ যোগীর