দায়িত্ব পাওয়া মানেই সে খুব বস, সেই ভাবনাটা এখন অমূলক।

প্রথম গুণ হিসেবে একজন বসের  ভাল প্রশিক্ষক হওয়া জরুরি।

কর্মীদের প্রতি দায়িত্ববান ও যত্নশীল হওয়া উচিত। টিমের সদস্যদের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ না করাই ভাল।

টিম মেম্বারদের কেরিয়ারের উন্নতিকে সমর্থন করা ও কর্মদক্ষতা নিয়ে আলোচনা করা অবশ্যই দরকার।

বসকে হতে হবে টেকস্যাভি। কর্মীদের সঙ্গে যাতে যোগাযোগ সবসময় বজায় থাকে, তা দেখা দরকার।