22 December 2023

ফিফার বিচারে ব্রাজিলকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা 

Credit - X

TV9 Bangla

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খুশি বাধ মানছে না লা আলবিসেলেস্তেদের।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। যাতে শীর্ষে রয়েছে নীল-সাদা জার্সিরা।

১৮৫৫.২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান পঞ্চমে।

আর্জেন্টিনার পরই আছে ফ্রান্স। তিনে অবস্থান করছে ইংল্যান্ড। গত মাসে প্রকাশিত র‍্যাংকিংয়েও সেরা তিনে ছিল তারা। সেরা তিন ছাড়াও সেরা দশেও কোনো পরিবর্তন আসেনি।

 অন্যদিকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফিফার সেরার তালিকায় জামাল ভূঁইয়ার দল আছে ১৮৩ নম্বরে।

গত বছরের ডিসেম্বরে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও বছর শেষের র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল দুইয়ে।

 শীর্ষে ছিল ব্রাজিল। এপ্রিলে। তখন ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। সেই থেকে বছরের বাকি ছয় র‍্যাঙ্কিংয়েও ১ নম্বর স্থান ধরে রাখে লিওনেল মেসির দল।

বছরের শেষ র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসেনি ম্যাচসংখ্যা কম ছিল বলে। এ সময়ে মাত্র ১১টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, যার ৯টিই খেলেছে ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের দলগুলো।