যা রোজগার করবেন সব নিজের, এখানে দিতে হয় না কোনও আয়কর
credit:Meta AI
TV9 Bangla
যত বেশি আয়, তত বেশি আয়কর। সারা বিশ্বের সরকারি রাজস্বের একটা বড় উৎস হল এই আয়কর। অথচ খুশি মনে আয়কর দিতে চান না কোনও ব্যাক্তিই।
আপনি কি জানেন বিশ্বে এমন বেশ কিছু দেশ আছে যেখানে যত আয় করুন না কেন, তার জন্য কোনও আয়কর দিতে হয় না। সরকার দেশের নাগরিকের থেকে কোনও আয়কর নেয় না। জানেন কোন কোন দেশ আছে সেই তালিকায়?
উপসাগরীয় অঞ্চলের ধনীতম দেশ সংযুক্ত আরব আমিরশাহী। তেল ও পর্যটন শিল্পের কারণে এই দেশের অর্থনীতি বেশ শক্তিশালী। এখানকার নাগরিকদের কোনও আয়কর দিতে হয় না।
বিশ্বে তেল রফতানির অন্যতম বড় প্রতিষ্ঠান কুয়েত। এখানকার সরকার কুয়েতের নাগরিকদের কাছ থেকে কোনও রকম আয়কর আদায় করে না।
আরেক উপসাগরীয় দেশ বাহরাইন। এই দেশের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। বাহরাইনেও নাগরিকদের কোনও রকম আয়কর দিতে হয় না।
বিশ্বের অন্যতম বড় তেলের ভান্ডার রয়েছে ব্রুনাইতে। এই দেশের বিপুল মজুদ তেল বেচে বড় আয় করে সরকার, তাই দেশবাসীর কাছ থেকে আয়কর নিতে হয় না।
তেল ও গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে ওমানে, এখানেও কোনও আয়কর দিতে হয় না নাগরিকদের। ইউরোপের ছোট দেশ মোনাকো। এখানেও নাগরিকদএর জন্য কোনও আয়কর ধার্য করা নেই।
ছোট দেশ হলেও নাউরুতে দেশে নাগরিকদের কোনও আয়কর দেওয়ার প্রয়োজন হয় না। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া, এমনিতে গরীব দেশ হলেও দেশবাসীকে কিন্তু কোনও আয়কর দিতে হয় না।