বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা কোনগুলি জানেন?
credit:TV9
TV9 Bangla
একটি দেশের সুরক্ষার অনেকটা নির্ভর করে সেই দেশের গোয়েদা সংস্থাগুলির উপর। কে আপনার দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র ছকছে তা আড়ালে থেকে খুঁজে বার করে এই সব সংস্থা। এই প্রতিবেদনে রইল তেমনই বিশ্বের তাবড় গোয়েন্দা সংস্থার নাম।
বিশ্বের তাবড় গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষে রয়েছে আমেরিকার সিআইএ। সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হওয়া অন্যতম তুখোড় ফোর্স।
বিশ্বের সবচেয়ে ভয়ানক গোয়েন্দা সংস্থা হিসাবে গণ্য করা হয় ইজরায়েলের মোসাদকে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা পাতাল থেকেও খুঁজে বার করতে পারে দেশের শত্রুকে।
তালিকায় রয়েছে ভারতে RAW-বা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের পর ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করা হয় এই সংস্থার। এক কথায় বললে ভারতের শত্রুদের জন্য যমদূত এই 'র'।
তালিকায় রয়েছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI-6 বা সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস। পারদর্শী গোয়েন্দাদের সমাহারে গঠিত এই সংস্থাও ইংল্যান্ডের নিরাপত্তা অন্যতম কাণ্ডারী।
প্রতিবেশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কিন্তু একেবারে হেলাফেলা করার মতো নয়। ১৯৪৮ সালে শুরু হওয়া আইএসআই অবশ্য দেশের নিরাপত্তা থেকে বেশি মন দেয় গোটা বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দিতে।
গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। ফেডারেল সিকিউরিটি সার্ভিসেস। প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। উন্নত সরঞ্জামে সজ্জিত এই সংস্থার ধার কিছু কম নয়।
বিশ্বের অন্যতম দ্রুত এবং পারদর্শী গোয়েন্দা সংস্থা রয়েছে চিনের কাছে। চিনের গোয়েন্দা সংস্থাকে চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রালয় বলা হয়। ১ জুলাই ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করা হয় এই সংস্থা।