29th June, 2025

মশা এখন চিনের অস্ত্র, তাই কি বাড়ছে উপদ্রব?

TV9 Bangla 

Credit - Canva 

আচ্ছা আপনার বাড়িতে মশা রয়েছে? প্রশ্ন শুনে বিরক্ত হলেন? যদি বলি, সেই মশার মাঝে ছদ্মবেশে রয়েছে চিনা চর।

ভাবছেন এ আবার কেমন কথা? কিন্তু এই কল্পনাকেই বাস্তবে রূপান্তর করেছে চিন।

সাম্প্রতিক কালে ভারত-পাকিস্তান সংঘাত কিংবা ইজরায়েল-ইরান যুদ্ধ, প্রতিটি ক্ষেত্রেই একটিই সামঞ্জস্য রয়েছে।

তা হল ড্রোন হামলা। আধুনিক যুগের যুদ্ধে বন্দুক হাতে সেনা নয়। বরং শত্রু ঘাঁটিতে হানা দেয় ড্রোন।

কিন্তু সেই ড্রোন যদি একেবারে অদৃশ্য হয়, তখন কী হবে? প্রাণে বাঁচার সম্ভবনা শেয়ার বাজারের পড়ন্ত গ্রাফের মতো হয়ে যাবে।

এবার সেই ব্যবস্থাটাই করেছে চিন। বানিয়ে ফেলেছে ০.৬ সেন্টিমিটারের একটি ড্রোন। যা দেখতে একবারে মশার মতো। রয়েছে একটি ছোট্ট সূঁচও।

ড্রোনটি আঙুলের একটি কর বা পর্বের থেকেও ছোট।   দেখতে একেবারে মশার মতো। সরু কাঠির মতো শরীর। রয়েছে হলদেটে ডানা। কিন্তু মারণ ক্ষমতা সাংঘাতিক।

ওয়াকিবহাল মহল বলছে, শত্রু দেশের ব়্যাডারকে পেরিয়ে সেনাঘাঁটিতে ঢুকে পড়বে এই ড্রোন। তারপরই নিজের 'মারণ' সুঁচ দিয়ে শেষ করে দিতে পারবে একের পর এক জওয়ানকে। যুদ্ধে না নেমেই জিতে যাবে লাল ফৌজ।

এবার ভাবুন, আপনার বাড়িতে মশা আসছে চিনা চর। যা যেমন একদিকে পারবে তথ্য চুরি করতে, তেমনই পারবে মানুষ মারতে।