ভারত-নেপাল ছাড়া কোন দেশে সবচেয়ে বেশি হিন্দু রয়েছে জানেন?
credit:TV9
TV9 Bangla
বিশ্বব্যাপী হিন্দু ধর্মের জন্মভূমি হিসেবে স্বীকৃত ভারত। স্বভাবতই এই ধর্মের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আবার বিশ্বের দরবারে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিত ভারতেরই পড়শি দেশ নেপাল।
ভারতের সঙ্গেই এই ছোট্ট এই দেশেও হিন্দুদের সংখ্যা নেহাত কম নয়। তবে নেপাল আর ভারত ছাড়া বিশ্বের কোন দেশে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি জানেন?
পরিসংখ্যান বলছে ভারত-নেপাল ছাড়া এমন আরেকটি দেশ আছে যেখানে হিন্দু ধর্মের মানুষদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
নির্মল সমুদ্র সৈকত, সবুজ প্রকৃতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ঘেরা দ্বীপরাষ্ট্র মরিশাস। এখানেই রয়েছে উল্লেখযোগ্য হিন্দু ধর্মালম্বী মানুষের বাস।
নেপালের প্রায় ৮০% জনসংখ্যা হিন্দু ধর্মালম্বী। ভারত মহাসাগরের কেন্দ্রে অবস্থিত দেশ মরিশাস। হিন্দু জনসংখ্যার শতকরা হারের দিক থেকে মরিশাস রয়েছে তৃতীয় স্থানে।
মরিশাসের ৪০% এরও বেশি মানুষ হিন্দু ধর্মালম্বী। মরিশাসে হিন্দুধর্মের শিকড় উনবিংশ শতাব্দীর সময় থেকেই। ব্রিটিশরা ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের এই দ্বীপে নিয়ে আসে।
ভারতের মতো এখানেও দীপাবলি, মহা শিবরাত্রি এবং গণেশ চতুর্থীর মতো হিন্দু উৎসবগুলি জাঁকজমক করে পালিত হয়। দৈনন্দিন জীবনে গভীরভাবে মিশে গেছে হিন্দু ধর্ম।
ফিরোজা উপহ্রদ, প্রবাল প্রাচীর এবং আগ্নেয়গিরির পাহাড়ের মতো জায়গাগুলিও সারা বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র বিন্দু। এখানকার গ্র্যান্ড বেসিন হিন্দুদের কাছে একটি পবিত্র হ্রদ।