ভারতের কাছে বারবার হেরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো বারবার ছুটে আসে ভারতের সঙ্গে লড়াই করতে। না হলে কাপুরুষের মতো চালায় জঙ্গি হামলা।
এই সবের পিছনে যে পাক সেনার পরোক্ষ মদত থাকে তাও সামনে এসেছে বহুবার। সেই পাক সেনার মাথায় এখন রয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারতের কাছে হেরে মেজর জেনারেল থেকে ফিল্ড মার্শাল হয়েছেন তিনি।
পাক সেনার মধ্যে মৌলবাদী কট্টরপন্থী মনোভাব ছড়িয়ে দেওয়ার জন্য বিখ্যাত তিনি। ভারতের প্রতি শত্রু মনোভাব তৈরি করতে সব সময় সচেষ্ট পাক সেনা প্রধান।
এই সব কাজ করার জন্য পাক সরকারের কাছ থেকে মাসিক কত টাকা বেতন পান তিনি? পাক সেনা প্রধান আসিম মুনিরের মাইনে কত?
ভারতের জল-স্থল-বিমান বাহিনীর প্রধান যেমন সিডিএস। তেমনই পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন পাক সেনাপ্রধান।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে পাক সেনাপ্রধানের মাসিক বেতন ২,৫০,০০০ টাকা। এই বেতন ছাড়া আরও অনেক সুযোগ সুবিধা পান সেনাপ্রধান।
দেশের অভিজাত ক্লাবগুলিতে বিনামূল্যে সদস্যপদ, একটি বিলাসবহুল ব্যক্তিগত বাংলো, অতিরিক্ত নিরাপত্তা, সরকারী খরচে পরিবহন ইত্যাদি।
বলাই বাহুল্য, পাকিস্তানের নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাক সেনাপ্রধানের। সরকারের সঙ্গে পাক সেনারও ভূমিকা থাকে। তাই আসিম মুনির সেই দিক থেকে প্রভূত ক্ষমতার মালিকও বটে।