20 JAN 2025
মার্কিন প্রেসিডেন্টের গদিতে ট্রাম্প, কত টাকা বেতন পাবেন?
credit:Getty Images
TV9 Bangla
আজ ইতিহাস গড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন তিনি।
বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকা। আর সেই দেশের রাষ্ট্রপ্রধান। আমেরিকার প্রেসিডেন্টের পদমর্যাদাও স্বাভাবিকভাবেই বেশি।
আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কত টাকা বেতন পাবেন জানেন? কী কী বিশেষ সুবিধাই বা পাবেন
আমেরিকার প্রেসিডেন্ট বার্ষিক বেতন হয় ৪০০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৩.৪৬ কোটি টাকা।
বেতন ছাড়াও বিশেষ ভাতা পাবেন ট্রাম্প। ভাতা বাবদ তিনি মোট ১,৬৯,০০০ ডলার অর্থাৎ ১.৪৬ কোটি টাকা ভাতা পাবেন।
ঘুরতে যাওয়ার জন্য ১০০,০০০ ডলার, পার্টি করার জন্য ১৯,০০০ ডলার পাবেন।
প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে নিখরচায় থাকার সুবিধা পাবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সাজানোর জন্য ১০০,০০০ ডলার পাবেন অতিরিক্ত।
এছাড়া এয়ার ফোর্স ওয়ান, মেরিন ওয়ানে যেমন চড়ার সুবিধা পাবেন ট্রাম্প, তেমনই প্রেসিডেন্টের জন্য তৈরি বিশেষ গাড়ি, দ্য বিস্টে চড়বেন ট্রাম্প।
আরও পড়ুন