25th May, 2025
উড়েছে প্রেম, বিশ্বাসঘাতক ৫১% দম্পতি! জানেন কোন দেশ পরকীয়ায় শীর্ষে?
TV9 Bangla
Credit - Getty Images, Freepik
বিবাহিত কোনও ব্যক্তির স্ত্রী বা স্বামী ছাড়া অন্য কারও সঙ্গে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক, প্রেম, স্থাপিত হওয়াকে পরকীয়া বলে।
বিশ্বের নানা প্রান্তের মানুষরা পরকীয়ায় লিপ্ত হন। তবে আপনি কি জানেন কোন জায়গার পুরুষ ও মহিলারা সবচেয়ে বেশি পরকীয়া করেন?
তালিকাটা শুনলে হয়তো চমকে যাবেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে শীর্ষে থাইল্যান্ড। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে, থাইল্যান্ডের ৫১ শতাংশ মানুষ পরকীয়ায় লিপ্ত।
ডেনমার্ক পরকীয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে। ওখানে থাকা ৪৬ শতাংশ মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।
থাইল্যান্ড ও ডেনমার্কের পর পরকীয়ার দিক থেকে তিনে জার্মানি। সেখানে থাকা ৪৫% পুরুষ ও মহিলারা বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন।
জার্মানির মতোই ইতালিতেও ৪৫ শতাংশ মানুষ পরকীয়ার সঙ্গে জড়িত। আর ফ্রান্সের কথা বলা হলে, ৪৩ শতাংশ মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন।
নরওয়েতে পরকীয়ায় জড়িত ব্যক্তির সংখ্যা ৪১ শতাংশ। এই তালিকায় রয়েছে বেলজিয়ামও। সেখানকার ৪০ শতাংশ মানুষ একের অধিক সম্পর্কে রয়েছেন।
স্পেনের ৩৯ শতাংশ মানুষ পরকীয়ায় জড়িত। পাশাপাশি মার্কিন যুক্তরাজ্যের ৩৬ শতাংশ পুরুষ ও মহিলা বহু সম্পর্কে জড়ান। কানাডারও ৩৬% মানুষ পরকীয়ায় জড়িত।
আরও পড়ুন